সেতুর রেলিংয়ে মোটরসাইকেলে ধাক্কা, প্রাণ গেল যুবকের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৮, ২০:২৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বানার নদীর উপর সদ্য নির্মিত এড. রহমত আলী সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক সাঈম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অপর দুই আরোহী আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার বিকাল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈম শ্রীপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। সে বরমী ইউনিয়নের মৃধা বাড়ি এলাকায় থেকে বরমী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করত। এবার তার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত সাঈমের বাবা জানান, বিকালে সাঈমের তিন বন্ধু মোটরসাইকেল যোগে ঈদে ঘুরতে বের হয়। তাদের বহনকারী মোটরসাইকেলটি বরমী ইউনিয়নের বরামা এলাকার এড. রহমত আলী সেতুর উপর পৌঁছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে বরমীর একটি হাসপাতালে নেয়া হয়। সাঈমের অবস্থার অবনতি হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক রায়হান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহতের মাথায় গুরুতর আঘাত লেগেছে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :