ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২১:৩১ | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৮, ২১:২৫

হবিগঞ্জের মাধবপুরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে প্রায় অর্ধ শতধিক লোক আহত হয়েছেন। রবিবার বিকালে এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মীরনগর এলাকায় একটি জমিতে বিকালে ফুটবল খেলতে যায় মীরনগর ও মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কিছু যুবক। এ সময় দুই গ্রামের যুবকরা কারা আগে মাঠে খেলবে তা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। পরে দুই গ্রামের যুবকরা সংঘর্ষে লিপ্ত হয়। এ খবর দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে তারা লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়।

গুরুতর আহত অবস্থায় হুজাইফা, রনি, নজরুল ইসলাম, কুদ্দুস, শহীদুল, মন্নর আলী, মজিবুর, সালাম, তোতা মিয়া, রফিক মিয়া, মাহফুজ মিয়া, কালা মিয়া, শাহজাহান মিয়া, রাজিব, জিল্লুর রহমান, ইমরান, সাদেক মিয়া, আনোয়ার হোসেন, সাহেব আলী, মঈন উদ্দিন, রুবেল শিয়া, আসুক মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পযন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :