ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৮, ২১:৪৭

ময়মনসিংহের নান্দাইলে গাছ থেকে পেয়ারা পারা নিয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই পল্লী চিকিৎসক ফিরুজ মিয়া নিহত হয়েছে। এ সময় নিহতের ছেলে মাসুদ মিয়া গুরুতর আহত হন। আহত মাসুদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত মিলনের ছেলে মোস্তফা মিয়াকে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতাল থেকে পুলিশ আটক করেছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নান্দাইলের আচারগাঁও ইউনিয়নের গইছখালি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইলে আচারগাঁও ইউনিয়নের গইছখালি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলেদের মধ্যে জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের গাছ থেকে পেয়ারা পারা নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে ছোট ভাই মিলন মিয়া লাঠি দিয়ে বড় ভাই ফিরুজ মিয়াকে মাথায় আঘাত করেলে গুরুতর আহত হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে নিহতের ছেলে মাসুদ মিয়া ও প্রতিপক্ষ মিলনের ছেলে মোস্তফা মিয়া আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর পল্লী চিকিৎসক ফিরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। সেইসাথে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :