কম্পিউটার থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে চান?

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৮, ১২:১৪

ডেস্কটপ ইন্টারফেস থেকে শুধুমাত্র অন্য গ্রাহকদের পোস্ট করা ফটো, ভিডিও দেখা সম্ভব। এর সাথেই ডেস্কটপ থেকে নিজের অ্যাকাউন্টের সব তথ্য ডাউনলোড করা সম্ভব। আপাতত সীমিত কাজে ডেস্কটপে ইনস্টাগ্রাম ব্যবহার করা যায়। আসুন দেখে নেওয়া যাক ডেস্কটপ থেকে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করার উপায়:

শুরুতেই ডেস্কটপে লেটেস্ট গুগল ক্রোম ব্রাউজার ইন্সটল করুন। এরপরে নিচের পরদ্ধতি অনুসরণ করুন:

স্টেপ ১। ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন।

স্টেপ ২। www.instagram.com এ গিয়ে লগ ইন করুন।

স্টেপ ৩। ব্রাউজারের ডান দিকে উপরে তিনটি বিন্দুতে ক্লিক করুন।

স্টেপ ৪। এখানে 'More tools’ সিলেক্ট করে 'Developers tools’ এর যান (কি-বোর্ডে Ctrl+Shift+C শর্কাট প্রেস করতে পারেন)।

স্টেপ ৫। 'Developers tools’ পেজে 'Mobile’ আইকনে ক্লিক করুন।

স্টেপ ৬। এবার ওয়েব পেজ রিলোড করুন।

স্টেপ ৭। ওয়েবপেজের নিচে মাঝের দিকে '+’ চিহ্নে ক্লিক করুন।

স্টেপ ৮। এবার যে ছবিটি আপলোড করতে চান তা বারুজ করে সিলেক্ট করুন

স্টেপ ৯। ছবি পোস্ট করার সময় কোন ক্যাপশন লিখতে চাইলে তা লিখে দিন।

স্টেপ ১০। এবার শেয়ার বাটনে ক্লিক করে ডেস্কটপ থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করতে পারবেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :