ওভারব্রিজ দিয়ে রাস্তা পার না হলেই জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৮, ১৪:৫৮

পাশেই ওভারব্রিজ অথচ তাতে উঠে রাস্তা পার হতে কেন যেন পথচারীদের অনীহা। যে কারণে মাঝে মাঝে রাজধানীতে পথচারীদের ফুটওভারব্রিজ দিয়ে চলাচলে বাধ্য করা হয়। সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় ছাত্র আন্দোলনের পর নানা উদ্যোগের পাশাপাশি রাস্তা পারাপারে পথচারীরা ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার না করলে মামলা ও জরিমানা করা হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এমন জরিমানা আদায়ের কার্যক্রম আগে থেকেই শুরু হয়েছে। ঈদের পর এই কার্যক্রম আবারও শুরু করেছে বিআরটিএ।

সোমবার সকাল থেকে রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে এই কার্যক্রম চালাতে দেখা গেছে। যারা নিয়ম মেনে রাস্তা পার হচ্ছেন না তাদের বিরুদ্ধে মামলা এবং জরিমানা করা হচ্ছে। জানা গেছে, ওই এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত ৮০টির মতো মামলা করা হয়েছে।

প্রথমে পথচারীদের সতর্ক করার হচ্ছে। তাদেরকে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হওয়ার জন্য বলা হচ্ছে। তারপরও যারা নিচ দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন তাদের মূলত ধরে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করা হচ্ছে। পরে তাদের জরিমানা করা হচ্ছে।

এ বিষয়ে দায়িত্বরত বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন ঢাকাটাইমসকে বলেন, রাস্তা পার হতে ওভারব্রিজ ব্যবহার না করা দুর্ঘটনার অন্যতম কারণ। মূলত সবাইকে রাস্তা পার হতে সচেতনতার জন্যই বিআরটিএর পক্ষ থেকে এই কার্যক্রম চালানো হচ্ছে, যা অব্যাহত থাকবে।

৫০ থেকে ১০০ টাকা করে জরিমানা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও

এই বিভাগের সব খবর

শিরোনাম :