শেরপুর বিএনপির সম্পাদক কারাগারে

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৮, ১৭:২৮

একটি মারপিটের মামলায় শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার বিকালে মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হযরত। প্রায় এক বছর আগে ওই মামলাটি সদর থানায় করা হয়।

মুখ্য বিচারিক হাকিম সুদীপ্ত দাস শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিবাদীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রাকীব বিএনপি নেতা হযরত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় এক বছর আগে সদর উপজেলার ঘুঘুরাকান্দি এলাকায় একটি মারপিটের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীকে আসামি করা হয়। ওই মামলায় সম্প্রতি চার্জশিট দাখিল করা হলে হযরত আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

খন্দকার মাহবুবুল আলম আরও বলেন, আজ স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করেন। আমরা মঙ্গলবার জেলা জজ আদালতে এ বিষয়ে রিভিউ আবেদন করব।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :