কুরিয়ারে এল ক্রিমের কৌটাভর্তি ৪০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:০০ | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৮, ১৯:৫৫

ক্রিমের কৌটায় ভরে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসে ৪০ হাজার পিস ইয়াবা। তবে সেগুলো ডিলারদের হাতে পৌঁছে যাবার আগেই আটক হয়েছে র‌্যাবের হাতে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন চার যুবক। তারা হলেন- আবু নাইম, রুবেল, ফোরকান ও আরিফ।

সোমবার বিকাল পৌনে পাঁচটায় মতিঝিলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর কমান্ডার অফিসার (সিও) কাইয়ুমুজ্জামান।

তিনি বলেন, ‘র‌্যাবের কাছে তথ্য ছিল চট্টগ্রাম থেকে মাদকের একটি চালান রাজধানীতে ঢুকবে। সে মোতাবেক সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভবনে অবস্থান নিয়ে চারজনকে আটক করা হয়। পরে ক্রিমের ৪০টি কৌটায় অভিনব পদ্ধতিতে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবাগুলো রাজধানীর চারজন ডিলারের কাছে এসেছিল। তারাই মূলত ঢাকার ইয়াবার ডিলার। তাদের মাধ্যমেই ঢাকায় এসব ইয়াবা বিভিন্ন জায়গায় বিক্রি করা হত। সেগুলো চট্টগ্রামের লোহাগড়া উপজেলা থেকে পাঠিয়েছিল রাকিব নামের এক ব্যক্তি।’

র‌্যাব-১০ এর সিও আরও বলেন, ‘আটককৃতরা প্রাথমিকভাবে স্বীকার করেছেন তারা ইয়াবার ডিলার। ঢাকায় বসে এই কাজ করে আসছিলেন। তবে যে ইয়াবাগুলো পাঠিয়েছেন তাকে সনাক্তের চেষ্টা চলছে। তার পর এই ব্যবসার পেছনে কারা কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চালানো হবে।’

এছাড়া ইয়াবার চালান আসার ক্ষেত্রে যদি কুরিয়ার সার্ভিসের কারও সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/২৭আগস্ট/এসএস/ডিএম

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পুলিশের সোর্স হত্যা: পলাতক দুই আসামি গ্রেপ্তার

ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইউটিউবে জাল টাকা তৈরি শেখা, রাজমিস্ত্রি-জেলেকে নিয়ে গড়ে তোলা হয় চক্র

দুর্নীতি মামলায় মেজর মান্নান কারাগারে

ভুয়া নিয়োগপত্রে কোটি কোটি টাকা আত্মসাৎ

শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করতেন তারা

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা ​​​​

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২২ বছর ধরে তরমুজ ও ওষুধ বিক্রেতা, অতঃপর...

বিমানবন্দরে ডলার কারসাজি, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :