শহিদুলকে ডিভিশন দেওয়ার নির্দেশ

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:৩৫ | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৮, ২০:৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণির মর্যাদা (ডিভিশন) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামান হিরো আলোকচিত্রী শহিদুল আলমকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেন।

গত ৬ আগস্ট শহিদুল আলমকে সাতদিনের রিমান্ডে পাঠান আদালত। পরবর্তীতে গত ১২ আগস্ট শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আগামী ১১ সেপ্টেম্বর ঢাকা দায়রা জজ আদালতে শহিদুলের জামিন শুনানির তারিখ ধার্য রয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাতে শহিদুল আলমকে তার ধানমণ্ডির বাসা থেকে ৩০ থেকে ৩৫ জনের একটি দল ধরে নিয়ে যায় বলে অভিযোগ করে অভিযোগ করে তার পরিবার। পরে তার স্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রেহনুমা আহমেদ শহিদুলকে ডিবি পরিচয়ে একদল লোক নিয়ে গেছে বলে জানান।

এরপরে ডিবির পক্ষ থেকে শহিদুল আলম তাদের হেফাজতে আছেন বলে জানানো হয়। পরের দিন বিকালে ডিবি পুলিশের (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে রমনা থানায় মামলা করেন।

ওই মামলায় শহিদুলকে গ্রেপ্তার শহিদুলকে ওই দিনই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আরমান আলী আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। পরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আছাদুজ্জামান নূর শহিদুলকে সাতদিনের রিমান্ড দেন।

এরইমধ্যে শহিদুলকে নিয়ে নোবেলজয়ী বেশ কয়েকজন ব্যক্তিত্বসহ দেশি-বিদেশি নানা ব্যক্তি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা শহিদুলের মুক্তি চেয়েছেন। সর্বশেষ অর্থনীতিবিদ অমর্ত্য সেনও শহিদুলের সমর্থনে বিবৃতি দেন।

ঢাকাটাইমস/২৭আগস্ট/ডিএম

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :