বাসের জানালায় বাঁশ বেঁধে ছাদে যাত্রী বহন

রফিকুল ইসলাম রফিক, রংপুর
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৮, ২২:৪৬

রংপুর অঞ্চল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী অনেক বাস ছাদের ওপর অতিরিক্ত যাত্রী নিয়ে মহাসড়কে চলাচল করছে। এসব বাসে ছাদে বসার জন্য জানালার সঙ্গে বাশ বেঁধে জায়গা তৈরি করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে রংপুরের মর্ডান মোড়ে এমন দৃশ্য দেখা গেছে।

রংপুর মর্ডান মোড় ব্রিজের দক্ষিণ পাশে দেখা যায়, ‘ওয়েলকাম’ পরিবহন নামের একটি ঢাকাগামী বাস যাত্রী তোলার জন্য অপেক্ষা করছে। বাসের সুপারভাইজার ও হেলপার যাত্রীর কম ভাড়ায় ঢাকায় পৌঁছে দেবেন বলে হাঁক ছাড়ছেন।

যাত্রীদের সঙ্গে ভাড়া রফা হলে তারা অস্থায়ীভাবে বাশ দিয়ে বানানো ছাদে নারী পুুরুষ শিশুদের তুলে দিচ্ছে।

সরেজমিনে কথা বলে জানা যায়, এসব যাত্রী ঢাকার বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। পবিত্র ঈদুল আজহার ছুটিতে গ্রামে এসেছিলেন তারা। ঈদ শেষে আবার কর্মস্থলে ফিরছেনা। তারা সবাই রংপুর বিভাগের বিভিন্ন জেলার মানুষ।

বাঁশের ছাদে এভাবে ঝুঁকি নিয়ে যাত্রার ব্যাপারে বাসের যাত্রী জাফর আলী বলেন, ‘গরিব মানুষ। কম টাকায় ঢাকা যেত পারব তাই ছাদে উঠছি। যেখানে এক হাজার ১২০০ টাকা লাগে সেখানে ২০০ টাকায় যেতে পারব।’

পরিবারের চারজন নিয়ে বাসের ছদে উঠেছেন জরিনা নামের এক যাত্রী। তিনি বলেন, ‘আমরা চরজন যাত্রী মাত্র ৮০০ টাকা ভাড়া। দুর্ঘটনা হতে পারে, কিন্তু কী করব। যাওয়া যে লাগবে।’

আতঙ্ক আর শঙ্কা নিয়েই কম টাকায় বাসের ছাদে ঢাকা যাওয়ার কথা বলেন অধিকাংশ যাত্রী।

গাড়ির চালক নুরু মিয়া হাসতে হাসতে বলেন, ‘ভাই, ঢাকা তো যাবই। এই যাত্রীদের অন্য বাসগুলো তুলছে না। আর ঈদের কারণে রাস্তায় বাসও কম। তাই এদের ছাদে তুলেছি।’

ছাদের ঝুঁকির ব্যাপারে নিজেদের সতর্কতার কথা জানান গাড়ির সুপারভাইজার। তিনি বলেন, ‘যেখানে যেখানে সমস্যা, আমরা তো জানি। ওই জায়গাগুলো পৌঁছার আগেই তাদের ছাদ থেকে নামিয়ে দেই। পায়ে হেঁটে যায় সেসব জায়গা পার হয়ে তারা আবার বাসে ওঠে।’

এভাবে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে প্রকাশ্যে। কিন্তু প্রশাসনের কোনো বাধা চোখে পড়েনি।

তবে রংপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র দাবি করেন তারা মহাসড়কে কঠোর অবস্থানে আছেন। ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘আমার চোখ ফাঁকি দিয়ে কেউ সড়ক পার হতে পারবে না।’ এ ব্যাপারে তারা আরও কঠোর হবেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :