বাগেরহাটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৮, ১২:০৭
ফাইল ছবি

বাগেরহাটে বটগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর।

মঙ্গলবার সকালে হজরত খানজাহান আলী (রহ.) মাজার মোড এলাকার একটি গাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকা ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের ময়নাতদন্ত করতে পুলিশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজিত কুমার নন্দী বলেন, স্থানীয় লোকজন জনৈক বজলুর রহমান নামে এক ব্যক্তির দোকানের সামনে বটগাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তার গায়ের রং শ্যামলা, মুখে লম্বা সাদা দাড়ি, পরনে চেক লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি রয়েছে।

হজরত খানজাহান (রহ.) মাজার পবিত্র এবং দর্শনীয় স্থান। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে থাকেন। দূরের কোথা থেকে এসে এখানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন তাকে চিনতে পারছে না।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :