ভয়ঙ্কর গেম মমো থেকে বাঁচার উপায়

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৮, ১৩:৩৪

ব্লহোয়েলের পর আতঙ্ক ছড়িয়েছে ভয়ঙ্কর গেম মমো নিয়ে। সম্প্রতি এই গেম থাবা গেড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। বাংলাদেশেও এই গেম ডালপালা বিস্তার করতে পারে। এজন্য চাই বাড়তি সতর্কতা।

সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা জানিয়েছেন মমো মারণ গেম না৷ মমো হল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার নয়া ছক৷

সাইবার ক্রাইমের সমীক্ষা অনুযায়ী, যে সব মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে সেই নম্বরগুলিতেই হোয়াটসঅ্যাপে মোমোর ম্যাসেজ আসছে। আর সেই ম্যাসেজে সাড়া দিলে কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফলে সেখান থেকে যেকোনও ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া সহজলভ্য হয়ে যাচ্ছে৷

এ তো গেল বিপদের আঁচ বুঝতে পারার কথা৷ তবে এর হাত থেকে বাঁচার উপায় কি? তা-ও বাতলে দিলেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা।

কীভাবে মমো গেম থেকে নিজের ব্যক্তিগত তথ্য বা অ্যাপ সুরক্ষিত রাখা যায় জানালেন তারা৷ এই মমোর মেসেজ এড়াতে নিজের হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে যেতে হবে৷ সেখানে গিয়ে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন৷ দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন বলে একটি অপশন রয়েছে৷ এবার সেটাতে ক্লিক করে শুরু করুন আপনার অ্যাপ নিরাপত্তার কাজ৷

এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনে ক্লিক করলে একটি ছয় অঙ্কের পাসওয়ার্ড দিতে হবে আপনাকে৷ নিজের মন মতো পাসওয়ার্ড সেভ করুন সেখানে৷ এরপর দিতে হবে ই-মেল আইডি৷ আপনার ভ্যালিড ই-মেল আইডি দিয়ে সেটিকে কনফার্ম করুন৷ ব্যস, এটুকুতেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনেকটা সুরক্ষিত থাকবে৷

এমন কোনও লিঙ্ক যা আপনার মোবাইলের তথ্য হ্যাক করতে পারে তা আর আপনার ফোনের ধারেকাছে ঘেঁষতে পারবে না৷ ফলে আপনার সঙ্গে নিরাপদ থাকবে আপনার ব্যক্তিগত তথ্যও৷

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা