বায়োফুয়েল চালিত বিমান ওড়ালো ভারত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৮, ১৫:১৫

এই প্রথম বায়োফুয়েল চালিত বিমান ওড়ালো ভারত। এটি একটি স্পাইসজেট। যার জ্বালানি বায়োফুয়েল। সম্প্রতি বিমানটি দেরাদুন থেকে দিল্লীর পথে ওড়ে।

বায়োফুয়েল চালিত যেকোনো যানের জ্বালানি খরচ অনেকটাই কম। বিশেষ করে বায়োফুয়েল দিয়ে বিমান ওড়ালে খরচ অনেকটাই কমে যায়। এছাড়াও বায়োফুয়েল পরিবেশ বান্ধব।

স্পাইসজেট ৭২ আসনের একটি উড়ান। যেটাতে জেট ফুয়েলের পাশাপাশি বায়োফুয়েল ব্যবহৃত হয়।

বায়োফুয়েল সাধারণ প্রকৃতি থেকেই পাওয়া যায়। তবে এই ফুয়েল পেতে প্রক্রিয়া করতে হয়।

বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকেই বিশ্বব্যাপী তৈরি হচ্ছে বায়োফুয়েল। সাধারণত সূর্যমুখী, নারিকেল, সুগারবিট, আখ, পাম, সয়াবিন প্রভৃতি উদ্ভিদই বায়োফুয়েলের উৎস। এ জন্য বায়োফুয়েলকেই বলা হচ্ছে সবুজ জ্বালানি। বায়োফুয়েল কী বায়োফুয়েল হলো উদ্ভিদ থেকে তৈরি এক ধরনের বিকল্প জ্বালানি।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা