নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৮, ১৬:২৮

আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়পল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মৌখিকভাবে এ অনুমিত দিয়েছেন বলে জানিয়েছে বিএনপি।

আজ বুধবার বেলা একটার দিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধিদল সমাবেশের অনুমতি সম্পর্কে জানতে ডিএমপি কার্যালয়ে যায়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

পরে ডিএমপি থেকে বের হয়ে আবদুস সালাম আজাদ ঢাকাটাইমসকে অনুমতি পাওয়ার কথা জানান।

আজাদ বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমিত দেয়া হয়েছে। আমরা গত ১৪ আগস্ট সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করি। আজ আনুমতি দেয়া হলো।’

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার‌্যালয়ের সামনের সড়ক বরাদ্দ চেয়ে আবেদন করে বিএনপি। ডিএমপি কমিশনার তাদের নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিয়েছেন বলে জানান আজাদ ।

সমাবেশের জন্য কোনো শর্ত দেয়া হয়েছে কি না জানতে চাইলে আজাদ বলেন, ‘কিছু শর্ত তো থাকবেই। তবে ডিএমপি কমিশনার আমাদের বলেছেন, শনিবার আমরা সমাবেশ করতে পারব।’

লিখিত না মৌখিক অনুমতি পেয়েছেন জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের ডিএমপি কমিশনার মৌখিক অনুমিত দিয়েছেন এখন। এ ছাড়া তিনি ওই এলাকার ডিসিকে বলেছেন সমাবেশের জন্য লিখিত অনুমতি দিতে।’

এর আগে সর্বশেষ গত ২০ জুলাই এই নয়াপল্টনে সমাবেশ করেছিল বিএনপি। দলের কারাবন্দি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশটি হয়েছিল।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :