জুতায় মিলল ১১ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৯:২৩ | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৮, ১৮:৪১

জুতায় ভেতরে লুকিয়ে সোনা পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। এ সময় তাদের কাছ থেকে ১১ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

বুধবার বিকালে র‍্যাবের কাওরান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামান।

অধিনায়ক বলেন, র‌্যাবের কাছে তথ্য ছিল আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের কয়েকজন সদস্য সোনা নিয়ে ভারতে পাচারের উদেশ্যে গাবতলী বাস টার্মিনালে বাসে ওঠার জন্য অপেক্ষা করছে। এমন খবরে সেখানে ঈগল পরিবহনের সামনে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের পায়ে পরে থাকা জুতার মধ্য থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা মূলত স্বর্ণের বারগুলো ঢাকা থেকে বেনাবোল পৌঁছে দিত। সেখান থেকে চক্রের অন্য সদস্যরা সেগুলো ভারতে পৌঁছাত।

আটককৃতরা হলো- রেজাউল (৩৫), ওলিয়ার (৫০), ওলিয়ার রহমান (৩০), ওহিদুল ইসলাম (৩৪), বিল্লাল (৩৫)।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই চক্রের মূল হোতা হিসেবে কাজ করেন ওলিয়ার রহমান ও রেজাউল। তারা সম্পর্কে শালা দুলাভাই। দীর্ঘ ছয়মাস ধরে তারা এই কাজ করে আসছিলেন। তাদের এই দলটি রাজধানী থেকে বেনাপোলে প্রত্যেক সপ্তাহে অন্তত দুটি চালান নিয়ে যেতেন। এজন্য প্রত্যেককে ৫ হাজার টাকা এবং উপরি ২ হাজার টাকা করে দেওয়া হয়। জুতার মধ্যে থাকত ২০টি করে স্বর্ণের বার। এই চক্রের সাথে গডফাদার হিসেবে কারা কারা কাজ করত তাদের চিহিৃত করে এরইমধ্যে র‌্যাব মাঠে কাজ করছে। দ্রুত তাদের ধরা সম্ভব হবে।’

অধিনায়ক আরো বলেন, জানা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে স্বর্ণগুলো দেশে এনে সেগুলো অভিনব পদ্ধতিতে ভারতে পাচার করা হয়। স্বর্ণগুলো পরীক্ষা করে দেখে গেছে সবগুলো ২৪ ক্যারেট করে আছে। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

ঢাকাটাইমস/২৯আগস্ট/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :