‘বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা তার আদর্শ হত্যা করতে চেয়েছিল’

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৮, ২১:০২

সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেছেন, ১৫ আগস্ট রাতে খুনিরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করে এদেশ থেকে চিরতরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তারা তা পারেনি। তবে তারা আজও ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজেই এ ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বুধবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি এবিএম রেজওয়ানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুর হক ভুঁইয়া, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ।

সভা শেষে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও ভাষাবিদ এম এ ওয়াদুদের জীবনীর বই দুটি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্ধ।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :