আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৮, ২০:৫২

১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আলোচিত-সমালোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে।

আজ বুধবার পুঁজিবাজার বিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করে।

শেয়ার কারসাজির অভিযোগে আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলায় আজ অভিযোগ গঠন করে আদালত। আজিজ মোহাম্মদ দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন।

১৯৯৯ সালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির করা মামলাটির বিচার দীর্ঘদিন ধরে আটকে ছিল উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে। গত বছরের নভেম্বরে এই স্থগিতাদেশ উঠে গেলে গত জুলাই মাসে পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনালে এর বিচারকাজ আবার শুরু হয়।

মামলাটি যখন করা হয় তখন এতে আসামি ছিলেন আজিজ মোহাম্মদ ভাইয়ের বাবা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের তৎকালীন স্বত্বাধিকারী মালিক মোহাম্মদ ভাইও। পরে তিনি মারা যান।

আজিজ মোহাম্মদ ভাই বাংলাদেশের চলচ্চিত্র জগতের নন্দিত নায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সালমানের মৃতদেহ উদ্ধার হয়।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :