আলফাডাঙ্গায় শিশুদের মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২১:১৪ | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৮, ২১:১১

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে আলফাডাঙ্গা থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়, জেলা সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, আলফাডাঙ্গা থানার ওসি নাজমুল করিম, পরিদর্শক (তদন্ত) ফয়সাল মাহামুদ, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ প্রমুখ।

নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা ও মাদকের ভয়াবহতা সম্পর্কে তাদের ধারণা দেয়ার লক্ষ্যেই এ মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

প্রতিযোগিতায় আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় তাদের অভিভাবক ও শিক্ষকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :