গাজীপুরে কেমিকেল কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৮, ১৪:৩২
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের করমতলা এলাকায় একটি কেমিকেল কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কারখানার এক প্রকৌশলী সামান্য আহত হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ক্রিসেন্ট কেমিকেল প্রাইভেট কারখানার জেনারেটর রুমের আগুন ধরে যায় এবং দ্রুত তা পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে কারখানার পাঁচটি জেনারেটর পুড়ে যায়। এসময় আগুন নেভাতে গিয়ে মো. টিপু সুলতান নামে কারখানার এক প্রকৌশলী সামান্য আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওভারলোড থেকে জেনারেটরে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :