‘ক্রেতা সংস্থাগুলোর অবহেলায় সাফল্য কম পোশাক খাতে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৬:৩৭ | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৮, ১৬:২৮

তৈরি পোশাক শিল্প খাতে ক্রেতা সংস্থাগুলোর অবহেলার কারণে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। তবে রানা প্লাজা ট্রাজেডির পরে বাংলাদেশের পোশাক খাত ঘুরে দাঁড়িয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘পোশাক খাতে রানা প্লাজা পরবর্তী পরিবর্তন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতি বলেন, ‘আমাদের ৮৬ শতাংশ কারখানা এ্যাকর্ড সংস্কার করেছে। কিন্তু ক্রেতা সংস্থাগুলোর অবহেলার কারণে এখনও পোশাক খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন করা যাচ্ছে না। ক্রেতা সংস্থারা শুধু সস্তায় পণ্য চায়।’

‘২০১০-২০১৪ সাল পর্যন্ত ১৪ শতাংশ মূল্যহ্রাস হয়েছে। ক্রেতাদের স্বল্পমূল্য প্রদানের মন-মানসিকতার কারণে আমরাও আলাদাভাবে উন্নয়নের জন্য বিনিয়োগ করতে পারছি না।’

‘সবুজ চিহ্নিত সেরা দশ কারখানার সাতটি বাংলাদেশে’

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বিশ্বের সেরা ১০টি সবুজ চিহ্নিত কারখানার সাতটি বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের পোশাক খাতে অনেক পরিবর্তন এসেছে। তৈরি পোশাক শিল্পের বড় ধরনের দুর্ঘটনা রানা প্লাজার ধস। এ দুর্ঘটনায় অনেক হতাহত হয়েছে। আর এ ট্রাজেডির পরে বাংলাদেশের পোশাক খাত উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এ দুর্ঘটনা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সামনের দিকে মালিক-শ্রমিক মিলে মাথা আরও উঁচু করে দাঁড়াতে চাই। একইসঙ্গে সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে বড় ধরনের ভূমিকায় থাকতে চাই। তবে বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে পোশাক কারখানা আছে। যারা কোনো সংস্থার সদস্য নয়। কিন্তু এদের ফলে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাদের দ্রুত সদস্যপদ গ্রহণ করতে হবে।’

সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার পার্লামেন্টারি সভাপতি সাবের হোসেন চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, ‘পোশাক খাতের পরিবর্তন কত দ্রুত হচ্ছে তার চেয়েও কত ভালোভাবে হচ্ছে সেদিকে জোর দেয়া প্রয়োজন। কারণ বাংলাদেশের অর্থনীতি এখন পোশাক শিল্পকেন্দ্রিক হয়ে পড়ছে। বর্তমানে ৫০ লাখ শ্রমিকের প্রায় ৮৫ শতাংশ নারী। এই বিপুল পরিমাণ শ্রমশক্তি পুরোটাই এক বিশাল পরিবর্তনের মাধ্যমে করা হচ্ছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

ঢাকাটাইমস/৩০আগস্ট/এনআই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :