‘জাপা ছাড়া কেউই ক্ষমতায় যেতে পারবে না’

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৮, ২১:২৫

জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ-বিএনপি কেউই ক্ষমতায় যেতে পারবে না মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বলেছেন, ‘জাতীয় পার্টি অতীতে সব নির্বাচনে অংশগ্রহণ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করবে। দুই দলের অতীত কর্মকাণ্ড দেখে দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এ জন্য সব নেতাকর্মীকে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।

দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কেউ বিদ্যুতের খুঁটি চুরি করে, কেউ শেয়ার বাজার, বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরি করে লুটেপুটে খায়। ওই দুই দলই লুটপাটের রাজনীতি করে। এক মাত্র জাতীয় পার্টিই দেশে উন্নয়নের রাজনীতি করে।’

বঙ্গবন্ধু সেতু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের অবদান দাবি করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু সেতু জাতীয় পার্টির অবদান। এদেশে উন্নয়নের ধারা তার (এরশাদ) সময়েই শুরু হয়। তিনি দেশে ২১টি জেলা থেকে ৬৪টি জেলা করেছিলেন। উপজেলাগুলোও তিনিই করেছিলেন।’

‘এরশাদের ঢাকা শহরে কোনও বাড়ি নেই’

একজন সাবেক রাষ্ট্রপতি হয়েও এরশাদের ঢাকা শহরে কোনও বাড়ি নেই দাবি করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘৯ বছর জাতীয় পার্টি ক্ষমতায় থেকে দেশকে অনেক কিছুই দিয়েছে। পল্লীবন্ধু মানুষের জন্য কাজ করেছেন। অথচ সাবেক একজন রাষ্ট্রপতির ঢাকা শহরে কোনও বাড়ি নেই। তিনি একটি ফ্ল্যাটে থাকেন। এটি পৃথিবীতে বিরল। মানুষ এখন বুঝতে পারছে জাতীয় পার্টি ছাড়া উপায় নেই।’

জেলা পরিষদ হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

দেশের মানুষ এখন জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় বলে দাবি করে তিনি বলেন, ‘এরশাদের কোনো হিংসা বিদ্বেষ নেই। তিনি কাউকে জেলে পাঠাতে চাননা। মানুষের ভাগ্য পরিবর্তনই তার একমাত্র উদ্দেশ্য।’

তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় এলে ছাত্রদের চাকরি হবে। তাদেরকে আর আন্দোলন করতে হবে না। সড়ক অবরোধ করতে হবে না। তারা ঘরে ফিরে যাবে। পড়াশুনায় মনযোগী হবে। মানুষ শান্তিতে থাকবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ। সম্মেলনে আতিকুর রহমান আতিককে সভাপতি, শংকর পালকে সাধারণ সম্পাদক ও তৌহিদুল ইসলাম তৌহিদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।

ঢাকাটাইমস/৩০আগস্ট/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :