শরীয়তপুরে পদ্মার ভাঙন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ইতালি প্রবাসীদের

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৮, ২৩:৪৪

শরিয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলাকে পদ্মার ভাঙন থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ইটালিস্থ শরীয়তপুর প্রবাসীরা।

পদ্মা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবিতে, ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে শরীয়তপুর জেলা সমিতি (ইতালি শাখা) মানববন্ধন করেছে। এসময় ভাঙন কবলিত দিশেহারা মানুষের পূর্নবাসনের ব্যবস্থা গ্রহণে সকলের প্রতি বিশেষ অনুরোধ করেন প্রবাসীরা।

রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন শেষে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার’কে দেয়া একটি স্মারক লিপিতে শরীয়তপুর জেলা সমিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এই সময় শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রব ফকির, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মামুন, বাংলাদেশ সমিতি’র সভাপতি আফতাব বেপারীসহ অসংখ্য শরিয়তপুর প্রবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ইতিমধ্যে অসংখ্য বসত বাড়ি কয়েকটি মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হয়ে গেছে। অনেকেই বলেন, দেশের মানচিত্র থেকে শরিয়তপুর হারিয়ে যাচ্ছে; তারা বেড়ি বাঁধের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানান।

এই সময় শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রব ফকির, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মামুন, বাংলাদেশ সমিতি’র সভাপতি আফতাব বেপারীসহ অসংখ্য শরিয়তপুর প্রবাসী উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৩০আগস্ট/কেকে/ ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :