আকিফা নিহত: বাসের চালক-মালিকের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি. ঢাকাটাইমস
| আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৯:১৮ | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৮, ১৫:৪৪

কুষ্টিয়ায় বাসচালকের খামখেয়ালিপনায় শিশু নিহতের ঘটনায় বাসের চালক ও মালিকসহ তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন নিহত শিশু আকিফার বাবা হারুন উর রশিদ।

মামলায় ঘাতক বাসের চালক খোকন, মালিক জয়নুল আবেদিন ছাড়া অন্য আসামি হলেন সুপারভাইজার মাস্টার।

গত মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দশে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের একটি বাস শহরের চৌড়হাস মোড়ের কাউন্টারে এসে থামে। সে সময় বাসের সামনে দিয়ে এক বছরর শিশুকন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ কোনো হরন ছাড়াই চালক খোকন বাসটি চালিয়ে দেন। এতে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে আহত হয় শিশু আকিফা। বাসের ধাক্কায় মা রিনা বেগমও আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যায় আকিফা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনা আইনে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় ৩০৪ ধারাসহ আরও কয়েকটি ধারা রয়েছে। তবে ৩০২ ধারায় মামলাটি হয়নি। আসামি ধরার ব্যাপারে কুষ্টিয়া পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

আকিফা কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার সবজি ব্যবসায়ী হারুন উর রশিদের মেয়ে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :