দুর্ঘটনায় অ্যাপলের চালকবিহীন গাড়ি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৭

টেক জায়ান্ট অ্যাপলের চালকবিহীন গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এতে গাড়িটির সামান্য ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় পথচারী কিংবা সড়কে চলমান অন্যান্য গাড়ির কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে একজন চালকও ছিল। তিনি অক্ষত রয়েছেন।

বিবিসি জানিয়েছে, ২৪ আগস্ট যু্ক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রোড অথোরিটি এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

দুর্ঘটনার মুখে পড়া অ্যাপলের ওই গাড়িটি মূলত মডিফাইড কার। এর মডেল ছিল লেক্সাস আরএক্স৪৫০এইচ। এই গাড়িতে অটোনোমাস সেন্সর লাগানো ছিল। যদিও গাড়িটির চালকের আসনে একজন চালক ছিল। কিন্তু গাড়িটর নিয়ন্ত্রিত ছিল অটোমেটিক সেন্সরের।

এই দুর্ঘটনায় গাড়ির মধ্যে থাকা চালকের কোনো ক্ষতি হয়নি। কিন্তু গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।

অ্যাপল দীর্ঘদিন ধরে অনেকটা গোপনে স্বয়ংচালিত গাড়ি নিয়ে গবেষণা করে আসছে। অ্যাপলের এই প্রকল্পের নাম ‘প্রজেক্ট টাইটান’।

এই প্রথম অ্যাপলের স্বয়ংচালিত গাড়ি দুর্ঘটনার মুখে পড়লো। এই ঘটনায় অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা