মঠবাড়িয়ায় ভোট কেন্দ্র বহাল-স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোট কেন্দ্র বহাল ও স্থানান্তরের দাবি তুলে পৃথক স্থানে পাল্টাপাল্টি মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

শনিবার সকালে ফুলঝুড়ি ওয়াজেদীয়া দাখিল মাদ্রাসার সামনে ভোট কেন্দ্র স্থানান্তর ও গুদিঘাটা সরেজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সম্মুখ সড়কে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে পৃথক মানববন্ধন হয়।

গুদিঘাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৪১ বছরের পুরানো ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে বিদ্যালয়ের সামনের সড়কে সাবেক ইউপি সদস্য সেলিম মিয়ার সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবশে বক্তব্য দেন, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার পাইক, উপাধাক্ষ্য মাওলানা এ,বি,এম ইদ্রিস, শিক্ষক আশুতোষ চন্দ্র পাইক, সোবহান সরদার প্রমুখ।

অপরদিকে ওই ভোট কেন্দ্রটি ফুলঝুড়ি ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসায় স্থানান্তরের দাবি তুলে মাদ্রাসা সম্মুখ সড়কে সাবেক ইউপি সদস্য মোতালেব মোল্লার সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন, প্রভাষক এ.কে. সাকিল আহমেদ, আবু সাইদ মোল্লা, খলিল আকন, মনির হাওলাদার প্রমুখ।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সম্প্রতি জেলা নির্বাচন অফিস ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশের পর মঠবাড়িয়ার ২নম্বর ধানীসাফা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রটি উত্তর প্রান্ত থেকে ৫ কিলোমিটার দূরে দক্ষিণ প্রান্তে অবস্থিত হওয়ায় গুদিঘাটা সরোজিনী মাধ্যমিক বিদ্যালয় থেকে মধ্যবর্তী স্থান ফুলঝুড়ি ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসায় স্থানান্তরের দাবি ওঠে। স্থানীয় বাসিন্দা এ,কে, সাকিল আহমেদ ও আবু সাইদ মোল্লা জেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেন। যার ফলে দীর্ঘ ৪১ বছর ধরে সরেজিনী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি বহাল ও স্থানান্তর নিয়ে এলাকাবাসী দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :