টঙ্গীতে আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৫ | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৩

গাজীপুরের টঙ্গীর মুরকুনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামের টয়লেট থেকে এক আনসার সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যিনি নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার নাম জুনায়েদ।

নিহত জুনায়েদ সিলেটের সুনামগঞ্জের জসিম উদ্দিনের ছেলে। তিনি মুরকুনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শনিবার দিবাগত রাত ১০টার দিকে দায়িত্ব পালন করতে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে যায় জুনায়েদ। মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি গুদামের টয়লেটে যান। এ সময় সেখানে একটি গুলির শব্দ শুনতে পায় তার সহকর্মীরা। পরে সহকর্মীরা সেখানে ছুটে গিয়ে জুনায়েদের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে।

জুনায়েদ নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

তিনি আত্মহত্যা করেছেন নাকি ভুলবশত গুলি বের হয়ে মারা গেছেন বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :