বরিশালে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৩ | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৮

ধর্মীয় উদ্দীপনা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় ধর্মরক্ষিনী সভার আয়োজনে নগরীর লাইন রোডের মুখে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচ। ধর্মরক্ষিনীর সভাপতি রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সাহার সঞ্চালনায় এখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ বলেন, অনাচারের কারণে পৃথিবীতে যখন ভারসাম্য নষ্ট হয়ে ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন মহামানবের আবির্ভাব ঘটে।

‘ভগবান শ্রী কৃষ্ণ তেমনি একজন অবতার, যিনি দুষ্টের দমন করে সাধুদের রক্ষা করেছিলেন।’

আমাদের সমাজেও দুষ্টদের প্রতি খেয়াল রেখে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে সবাইকে সহায়তা করার আহবান করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শ্রী কৃষ্ণের মূর্তি নিয়ে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/টিটি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :