নদী হত্যার বিচার দাবিতে ‘কলম বিরতি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১০

বর্তমান সরকারের আমলে সাগর-রুনিসহ মোট ৩৩ জন সাংবাদিক খুন হয়েছেন। এসব হত্যার কোনো বিচার হয়নি। অতীতে সংবাদিক হত্যার বিচার হলে পাবনার সাংবাদিক সুবর্ণা নদীর খুন হতে হতো না বলে দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) নেতারা।

সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবিতে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক কলম বিরতি পালনকালে এসব কথা বলেন সাংবাদিক নেতারা।

এসময় বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীকে হত্যার মূল হোতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

কলম বিরতি আন্দোলনে অংশ নেন ঢাকায় কর্মরত বিভিন্ন মফস্বল সাংবাদিক ও বিএমএসএফের সদস্যরা।

পেশাগত দায়িত্ব পালনে সরকার সাংবাদিকদের স্বাধীনতা দিচ্ছে না এমন দাবি করে সাংবাদিক নেতারা বলেন, ‘যেখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, সেখানে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন সরকার। তাহলে আপনাদের কাজ কী?’

‘নিরাপদ সড়ক আন্দোলনের সময় নির্যাতিত সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা হলে আজ এভাবে নদীদের খুন হতে হতো না। বর্তমানে সাংবাদিকদের ওপর হামলা করা অভ্যাসে পরিণত হয়েছে। অনেক সহ্য করেছি। এখন থেকে সাংবাদিকদের ওপর হামলা মেনে নেয়া হবে না।‘

সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এসআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :