‘বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিয়েছেন’

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১০

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধু তার হৃদয়ে অসাম্প্রদায়িক রাজনীতি লালন করতেন। মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমানসহ সকলে ঐক্যবদ্ধ হয়ে জীবন দিয়েছিলেন। তাই বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ সংবিধানের রাষ্ট্রীয় চারটি মূল নীতির মধ্যে ধর্ম নিরপেক্ষতা অন্তর্ভুক্ত করে একটি অসাম্প্রদায়িক সংবিধান প্রণয়ন করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর এটিকে অনেকে পরিবর্তন করতে চেয়েছিল।

রবিবার বিকালে ভোলার বাংলাস্কুল মাঠে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীর র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৯১ সালের নির্বাচনের পর হিন্দু মা-বোনেরা ঘরে থাকতে পারে নাই। তখন আপনাদের পাশে এসে আমি দাঁড়িয়েছিলাম। ২০০১ সালের নির্বাচনের পরেও বিএনপির সন্ত্রাসীরা হিন্দুদের উপর অমানুষিক নির্যাতন করেছিল।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনারা শান্তিতে থাকবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী। দেশকে তিনি উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছেন। আজকে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল।

আওয়ামী লীগের এ জৈষ্ঠ্য নেতা বলেন, তিন মাস পর আগামী ডিসেম্বর মাসে নির্বাচন। মনে রাখবেন আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে সকল উন্নয়ন বন্ধ হয়ে যাবে। প্রথম দিনেই এক লক্ষ লোককে হত্যা করবে। কেউ বাড়ি-ঘরে থাকতে পারবেন না। এ কথাটা আপনাদের মনে রাখতে হবে।

২০০১ সালের পর বর্তমান রাষ্ট্রপতি ভোলা এসেছিলেন, কিন্ত তাকে মিটিং করতে দেয় নাই। আজকে বিএনপির সবাই শান্তিতে আছে। আমরা তাদের কোনো অত্যাচার করিনি, করবও না। সুতরাং অশুভ শক্তির বিরুদ্ধে একটি শুভ সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

এসময় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক পীর হাবিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার মোকতার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুচ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :