এবার কোরিয়া যাচ্ছে ‘আলতা বানু’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৩

কানাডা ও ভারত সফরের পর এবার এশিয়ার দেশ উত্তর কোরিয়া সফরে যাচ্ছে জাকিয়া বারী মম ও আনিসুর রহমান মিলন অভিনীত ‘আলতা বানু’ ছবিটি। সে দেশের ‘পিয়ং ইয়ং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হবে ছবিটি। উৎসবটি শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

ফরিদুর রেজা সাগরের কাহিনি ও বৃন্দাবন দাসের সংলাপে ‘আলতা বানু’ পরিচালনা করেছেন অরুন চৌধুরী। এটি তার নির্মিত প্রথম ছবি। ‘পিয়ং ইয়ং ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবিটি প্রদর্শনের খবরে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘এশিয়ার বড় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আলতা বানু’ দেখানো হবে। বিষয়টা অনেক আনন্দ ও গর্বের। আশা করি, উৎসবে ছবিটি দর্শকের মনোযোগ কাড়বে।’

‘আলতা বানু’র কোরিয়া সফরের খবরে খুশি ছবির নায়িকা জাকিয়া বারী মমও। অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি ছবি। মুক্তির পর থেকেই ছবি নিয়ে দেশ-বিদেশের অসংখ্য দর্শকের সাড়া পেয়েছি। বাস্তব জীবনের ছায়া আছে এ ছবির গল্পে। ‘পিয়ং ইয়ং ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে জেনে খুবই ভালো লাগছে।’

‘আলতা বানু’র এটি তৃতীয় বিদেশ সফর। এর আগে ‘টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং কলকাতার নন্দনে আয়োজিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ ছবিটি প্রদর্শিত হয়েছিল। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার পর গত ২০ এপ্রিল ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরে ১৮ মে আপলোড করা হয় ইউটিউবেও।

ঢাকাটাইমস/৩ সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :