বরিশালে চেক প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০১

এনআই এ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরিশাল বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদেরও (বাকসু) জিএস।

সোমবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক অরবিন্দু বিশ্বাস জানান, এনআই এ্যাক্টে একটি চেক প্রতারণা মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামি নাহিদ সেরনিয়াবাত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নথুল্লাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে জমি ও ইটভাটা দখলেরও অভিযোগ রয়েছে। তিনি ইতোপূর্বে রাজধানীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ আটকও হয়েছিলেন।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/টিটি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :