সেই প্রতিবন্ধী নারীকে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০

টাঙ্গাইলে বাসের মধ্যে ধর্ষণের শিকার সেই বুদ্ধি প্রতিবন্ধী নারীকে তার পরিবারের হেফাজতে দিয়েছে আদালত। সোমবার বিকালে ওই নারীর ভাইয়ের জিম্মায় তাকে দেয়া হয়।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দুপুরে ওই নারীর ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে নিরাপত্তা হেফাজত থেকে মেয়েটিকে তার ভাইয়ের হেফাজতে দেয়ার আদেশ দেন টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহিন সিদ্দিকী বলেন, আবেদনের প্রেক্ষিতে মেয়েটিকে তার ভাইয়ের হেফাজতে দেয়ার আদেশ দেয় আদালত। এরপর বিকালে ওই নারীকে নিয়ে তার ভাই ও স্বজনরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

ওই নারী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুড়িপুর গ্রামের বাসিন্দা। এদিকে, রবিবার গভীর রাতে বাসের সুপারভাইজার এরশাদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার এরশাদ আলীকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে পুলিশ দুপুরে আদালতে পাঠায়। মঙ্গলবার রিমান্ড শুনানির জন্য তারিখ ধার্য করে তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেয় আদালত।

এর আগে বাসটির হেলপার নাজমুলকেও গ্রেপ্তার করা হয়েছে। নাজমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :