শিলাইদহে কুঠিবাড়ি রক্ষা বাঁধে ভাঙন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৩

কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়ী রক্ষা বাঁধ নির্মাণের মাত্র দুই মাসের মাথায় ধসে গেল। প্রমত্ত পদ্মার ভাঙন থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রক্ষায় প্রায় ২শ কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করে সরকার।

সোমবার দুপুর থেকে কয়া ইউনিয়নের কালোয়া অংশে ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যেতে থাকে রক্ষা বাঁধ।

সরজমিনে দেখা গেছে, বিকালে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে কয়েক দিনে পুরো প্রকল্পটি নদীতে হারিয়ে যাবে বলে জানান স্থানীয়রা।

কয়া গ্রামের সরোয়ার হোসেন অভিযোগ করেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ব্লকগুলো তৈরি করা হয়। পরিমাণ কম দিয়ে অটো মেশিনে তৈরি যেসব ব্লক দিয়ে পাড় বেঁধেছে, সেগুলো সব এখন ঢেউয়ে ধুয়ে চলে যাচ্ছে।

কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন বলেন, রবিবার দুপুরে কুঠিবাড়ি রক্ষা বাঁধের কয়া ইউনিয়নের কালুয়া অংশে হঠাৎ ভাঙন দেখা দেয়। মুহূর্তেই প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙে নদীগর্ভে চলে যায়। যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে কয়েক দিনের মধ্যে পুরো বাঁধ ভেঙে নদীতে চলে যাবে।

কুঠিবাড়ী রক্ষা বাঁধ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মনিরুজ্জামান জানান, সোমবার দুপুর ২টার দিকে সদ্য নির্মিত কুঠিবাড়ি রক্ষা বাঁধের কালোয়া এলাকার কিছু অংশ ভেঙে যাওয়ার সংবাদ পেয়ে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার সকল কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত অংশে তাৎক্ষণিক ভাঙন রোধে সেখানে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। ঘটনাস্থলে প্রকল্প বাস্তবায়নকালে কারিগরি কোন ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই প্রকল্প পরিচালক।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :