টাঙ্গাইলে বাসে ধর্ষণ, সুপারভাইজার এরশাদ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৮

টাঙ্গাইলে বাসে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় ওই বাসের সুপারভাইজার এরশাদ আলীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান মঙ্গলবার দুপুরে এই রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে এই মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়ে এরশাদ আলীকে আদালতে পাঠান। শুনানি শেষে মঙ্গলবার রিমান্ডের আদেশ দেন বিচারক।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস (যশোর-ব-৪৪২) কিছু যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এসময় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী ছাড়া সব যাত্রী তাদের গন্তব্যে নেমে যান। এই সুযোগে ওই নারীকে একা পেয়ে বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার মিলে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসের হেলপার নামজুলকে গ্রেপ্তার করে। পরে নাজমুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত রবিবার (০২ সেপ্টেম্বর) গভীর রাতে বাসের সুপারভাইজার এরশাদ আলীকে কালিহাতী উপজেলার বেনুকুর্শিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। এরশাদ আলী ওই এলাকার মৃত লাল চানের ছেলে।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :