নিখোঁজের তিনদিন পর রিকশাচালকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪২

নিখোঁজের তিনদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শামীম মিয়া (১৫)।

তিনি উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সোমবার রাতে উপজেলার বাহাদুপুর-তালশহর হাজী আবু সামা সড়কের পাশ্বে নালা থেকে গলায় গামছা পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার সকালে শামীম মিয়া একই এলাকার আনোয়ার মিয়ার গ্যারেজের রিকশা ভাড়া নিয়ে বের হন। সারাদিনের পর রাতেও তিনি রিকশা গ্যারেজে দেয়নি। রবিবার বিভিন্ন স্থানে খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ওই দিনই আশুগঞ্জ থানায় নিখোঁজের জিডি করে।

পরে সোমবার রাতে সড়কের পাশে নালার পানিতে নিহতের লাশ ভেসে উঠতে দেখে নিহতের স্বজনরা পুলিশে খবর দেয়।

মঙ্গলবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, নিহতের গলায় গামছা পেঁচানো ও হাত পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মনে হচ্ছে, কেউ শ্বাসরোধ করে হত্যা করে রিকশাটি নিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :