যশোরে ট্রাক-বাস সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪২ | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৯

যশোরের কেশবপুরে ট্রাকের সাথে বাসের ধাক্কায় গোলাম রসুল (২৪) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন৷ এতে আহত হয়েছেন আরও ২০জন। আহতদের বেশিরভাগ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন৷

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে যশোর কেশবপুর সড়কের কেশবপুর বাজার এলাকায়৷ নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত হেলপার মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের সেলিম হোসেনের ছেলে৷ নিহত বাস হেলপার গোলাম রসুলের মামা দিদারুল আলম জানান, মঙ্গলবার বিকালে বাসযোগে মনিরামপুর থেকে কেশবপুর যাওয়ার পথে কেশবপুর বাজার এলাকায় পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে যায়৷

এসময় বাসটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে বাসের হেলপার গোলাম রসুলসহ ২০জন আহত হয়৷ খবর পেয়ে স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সালাউদ্দিন বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে৷

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের হেলপার যশোর জেনারেল হাসপাতালে মারা গেছে৷ দুজনকে খুলনায় পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :