রাজবাড়ী-২: আবার নৌকার গণজোয়ারের আশা টিপুর

এম. মনিরুজ্জামান, রাজবাড়ী
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৯

একাদশ জাতীয় নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে দলের মনোনয়ন-প্রত্যাশী বর্তমান সাংসদসহ অন্তত ছয়জন নেতা। তাদের একজন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু। তার দাবি, আগামী নির্বাচনে এই আসনে আবার নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।

নির্বাচন সামনে রেখে শেখ সোহেল রানা টিপু পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোট চাইছেন। তিনি এলাকার সাধারণ মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির বার্তা পৌঁছে দিচ্ছেন। এই ধারাবাহিকতা ধরে রাখতে আবার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য আহ্বান করছেন টিপু।

স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপু ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক ছিলেন। এ সময় জননেত্রীর মুক্তি আন্দোলনে অগ্রণী ভ‚মিকা রাখায় টিপু একাধিকবার কারাবন্দী ছিলেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

২০১৪ সালে ছাত্রজীবন শেষ করে টিপু আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সম্পর্কে টিপু ঢাকাটাইমসকে বলেন, ‘আমার রাজনৈতিক জীবনের ত্যাগ ও শ্রমের কথা বিবেচনা করে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড আমার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে, এই প্রত্যাশা করছি।’

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা সদরের মোহনপুর গ্রামের এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান টিপু আরও বলেন, ‘সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় মতবিনিময়, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে জনগণের কাছে যাচ্ছি। নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তাদের কাছে সরকারের সাফল্য তুলে ধরছি। রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের বিশাল জনসমর্থন রয়েছে। আশা করি, আগামী নির্বাচনে এখানে নৌকার পক্ষে আবার গণজোয়ার সৃষ্টি হবে।’

নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামগঞ্জ ও হাটবাজারে টিপুর পোস্টার-ব্যানার শোভা পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করা টিপু নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছেন। তিনি এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে জনসেবা করে যাচ্ছেন।

টিপু বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল নেতাদের প্রাধান্য দেবেন। এসব বিবেচনায় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আমি এগিয়ে থাকব। এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে।’

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :