‘ভৌতিক বিল দিয়ে জনগণকে হয়রানি করবেন না’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৪

সাধ্যমতো জনগণের সেবা করার আহ্বান জানিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেছেন, ভৌতিক বিল দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করবেন না। জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, কয়েক মাস পরে জাতীয় নির্বাচন, এই কারনে আপনাদের সতর্ক হয়ে কাজ করতে হবে। কোনোভাবেই কেউ যেন বিদ্যুৎ নিয়ে কোনো ইস্যু তৈরি করতে না পারে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমান এতে সভাপতিত্ব করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বেলায়েত হোসাইন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় ।

(ঢাকাটাইমস/০৬ সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :