আনসার ক্যাডারের ২৪ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিসিএস আনসার ক্যাডারের ২৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  উপপরিচালক থেকে পরিচালক পদে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  এস এম মুনীর উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ৩২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. শফিকুল ইসলাম, হবিগঞ্জ জেলার কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল, আনসার সদর দপ্তরের উপপরিচালক  (যোগাযোগ) কামরুন নাহার, গাজীপুর শফিপুর আনসার একাডেমীর অষ্টম ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইব্রাহিম ভূঞা, কিশোরগঞ্জের জেলা কমান্ড্যান্ট মো. আমজাদ হোসেন, মানিকগঞ্জ ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক ড. মো. সাইফুর রহমান, রাজশাহীর জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল আলম, সিলেট রেঞ্জের উপপরিচালক সারোয়ার জাহান চৌধুরী, মাগুরার জেলা কমান্ড্যান্ট মো. সাহাদৎ হোসেন, আনসার সদর দপ্তরের উপপরিচালক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন, সদর দপ্তরের উপপরিচালক (ব্যাটালিয়ন) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কুমিল্লা রেঞ্জের উপপরিচালক রাসেল আহমেদ, সদর দপ্তরের উপপরিচালক (প্রভিশন) মুহাম্মদ সাজ্জাদুর রহমান, দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল মজিদ, মানিকগঞ্জের জেলা কমান্ড্যান্ট ফেরদৌস আহমেদ, গাজীপুরের জেলা কমান্ড্যান্ট মো. সিরাজুর রহমান ভূঞা, সদর দপ্তরের উপপরিচালক  (কেপিআই) জাহানারা আক্তার, ময়মনসিংহের উপপপরিচালক মো. কামরুজ্জামান, সদর দপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ সাইফুজ্জামান, পাবনার জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান, কুমিল্লার জেলা কমান্ড্যান্ট মো. আইয়ুব আলী, ফেনীর জেলা কমান্ড্যান্ট (শিক্ষা ছুটিতে ভারত) সালমা এবং ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নূরুল আমিন।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এএ/এমএম)