ময়মনসিংহে অপহৃত দুই শ্রমিককে উদ্ধার

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৮

ময়মনসিংহে অপহৃত দুই শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।

তারাকান্দা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর (রবিবার) তারাকান্দা উপজেলার নলদিঘী গ্রামের আব্দুল মোতালেবের তারাকান্দা বাজারে চায়ের দোকানে অপহরণকারীরা উচ্চ বেতনে দুইজন শ্রমিক নেয়ার কথা বলে। এ সময় আব্দুল মোতালেব অপহরণকারীর কথায় সরল বিশ্বাসে করে তার পুত্র সিরাজুল ও ভাতিজা মুখছেদুলকে কাজে দেয়। অপহরণকারী চক্র দুই যুবককে বান্দরবন জেলার প্রত্যন্ত অঞ্চলে আটক করে এক লাখ টাকা মুক্তিপন দাবি করে। গত ৩ সেপ্টেম্বর সোমবার আব্দুল মোতালেব বাদী হয়ে তারাকান্দা থানায় অপহরণ মামলা করে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই খন্দকার আল মামুন মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ও অপহরণকারীদের সাথে মুক্তিপন দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশুলে ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অপহৃতসহ অপহরণকারীদের ডেকে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্র অপহৃতদের রেখে পালিয়ে যায়। গত বুধবার পুলিশ অপহৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং জবানবন্দির জন্য বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দার ওসি মাহবুব হক।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :