ইউপি সদস্যকে হাতুড়িপেটার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪১

কুমিল্লায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার সহযোগীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে ফারুক হাসান বশির নামে এক ইউপি সদস্যকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা ডিগ্রি কলেজের ক্যাম্পাসে। আহত ওই ইউপি মেম্বার বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা বলছেন, আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নের চেয়ারম্যান সেকান্দর আলীর সাথে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ফারুক হাসান বশিরের সাথে গত ইউপি নির্বাচন নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে চেয়ারম্যান ও তার লোকজন বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের হাতিগাড়া এলাকা থেকে বশিরকে মারধর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে ধনুয়াখলা কলেজ ক্যাম্পাসে নিয়ে যায়।

ইউপি সদস্য ফারুক হাসান বশির জানান, চেয়ারম্যান সেকান্দরের সাথে পূর্ববিরোধের জেরে তিনি আমাকে মামলায় জড়িয়ে হয়রানি করে আসছিলেন। বৃহস্পতিবার ওই মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে হাতিগাড়া এলাকায় পৌঁছলে চেয়ারম্যান সেকান্দর, তার সহযোগী রাজু ও শাহীনসহ অন্যরা আমাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে কলেজের একটি কক্ষে আটকে রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে আমাকে ভিন্ন মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন।

এদিকে এ ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সেকান্দর আলী জানান, বশির এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করে আসছিল। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে জনগণ তাকে আটকে রেখে মারধর করে। বিষয়টি জেনে আমি পুলিশ নিয়ে তাকে উদ্ধার করি।

কোতয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ওই ইউপি সদস্যের কাছ থেকে ২০০টি ইয়াবা, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :