বাংলাদেশে ‘আমারন’ ব্যাটারির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০০

ভারতের আমারা অটোমোটিভ ব্যাটারি এবং সিসা এসিড ব্যাটারি প্রস্তুতকারক আমারা রাজা ব্যাটারি লিমিটেড (এআরবিএল) বাংলাদেশের বাজারে ‘আমারন’ নামে মোটরসাইকেলের ব্যাটারি নিয়ে এসেছে। ব্যাটারির অনুমোদন পরিবেশক বাংলাদেশের রিপন অটোজ।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে আমারন ব্যাটারির যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।

আমারন রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা ছাড়া গ্রাহকদের দীর্ঘস্থায়ী ব্যাটারির নিশ্চয়তা দিচ্ছে। এছাড়া এটি রক্ষণাবেক্ষণের প্রয়োজনবিহীন, সম্পূর্ণ চার্জযুক্ত এবং ফ্যাক্টরিতেই সক্রিয় করা হয় এমন ব্যাটারি। এটি বেস্ট ইন ক্লাস (বিআইসি) ভেন্টস সম্পন্ন যা নিরাপদ ও দীর্ঘস্থায়ী।

সংবাদ সম্মেলনে আমারন রাজা ব্যাটারি লিমিটেডের দক্ষিণ এশিয়া প্রধান মনিশ তুলি বলেন, ‘অচিরেই বাংলাদেশ টু হুইলারের একটি বড় বাজারে পরিণত হবে। আমাদের মানসম্পন্ন পণ্যে ক্রেতা, ডিলার ও ব্যবহারকারী সকলেই উপকৃত হবেন।’

অনুষ্ঠানে রিপন অটোজের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়াজ উদ্দিন রিপন জানান, ‘ আমারন ব্যাটারির গুণগতমান শুধুমাত্র প্রতিশ্রুত নয় বরং নিশ্চিত। নতুন ধরনের প্রযুক্তির সাথে গ্রাহকরা এখন দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারের সুযোগ পাবেন।’

(ঢাকাটাইমস/০৬ সেপ্টম্বর/এনআই/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :