বেনাপোলে ৩০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১১ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৬

বেনাপোলের পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, চশমা ও ফেনসিডিলের চালানসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ জানান, শনিবার ভোরে বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন গোপন খবরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।

এসময় ২৮০ পিস ভারতীয় শাড়ি, ৬ হাজার ৫০০পিস চশমা ও ৭৭৫ পিস ফেনসিডিলসহ জাহিদ হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক জাহিদ পুটখালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

জব্দকৃত মালামালের মূল্য ৩০লাখ টাকা বলে বিজিবি জানায়। মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৮ সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :