চাকরির খোঁজে এসে নারী শ্রমিকের ‘আত্মহত্যা’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪০

গাজীপুরের শ্রীপুরে সুমি আক্তার নুপুর (২০) নামে এক নারী শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে তার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে রেখেছে পুলিশ।

নিহত সুমি আক্তার নুপুর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের সাগর মিয়ার মেয়ে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ জানান, নিহত নুপুর তার মায়ের সঙ্গে শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে থেকে মোশারফ কম্পোজিট নামের একটি কারখানায় চাকরি করতেন। ওই চাকরি ছেড়ে উপজেলার এএ ইয়ার্ন ডাইং কারখানায় নতুন চাকরির খোঁজে বৃহস্পতিবার রাতে তার পূর্ব পরিচিত সহকর্মীদের কাছে এসেছিলেন। চাকরির জন্য কারখানার কর্তৃপক্ষের কাছে যাবতীয় কাগজপত্র জমাও করেছিলেন।

শুক্রবার রাতে এএ ইয়ার্ন ডাইং কারখানায় শ্রমিক কোয়ার্টারের একটি কক্ষের অন্যান্য শ্রমিকদের সাথে ঘুমিয়ে পড়েন। ভোরে কোনো একটা শব্দ পেয়ে ওই কক্ষের অপর একজন শ্রমিক সজাগ হয়ে সুমিকে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলতে দেখেন। পরে সুমিকে নিয়ে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :