আ.লীগ আলেমদের সম্মান করে: রেলমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমাস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৭

আওয়ামী লীগ আলেমদের সম্মান করে, তবে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরকে নয় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা চত্বরে ইমাম ও মুয়াজ্জিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মুজিবুল হক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মসজিদ ও মাদরাসার ব্যাপক উন্নয়ন হয়েছে।’

‘আমরা আলেমদের সম্মান করি। স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরকে নয়। জামায়াত-শিবির মানুষকে মিথ্যা কথা বলে। মানুষকে বিভ্রান্ত করতে চায়। এ জন্য তাদের প্রতি মানুষের কোনো সমর্থন নেই।’

রেলমন্ত্রী বলেন, আগামী নির্বাচনের আগে চৌদ্দগ্রামে আরও কয়েকটি মসজিদ-মাদরাসা নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হবে।

চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, সুপ্রীমকোর্টের আইনজীবি ড. আবদুল মান্নান ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট আবুল খায়ের, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :