পূর্বাঞ্চলে ট্রেনে ছিনতাইকারী চক্রের ৫ নারী সদস্য আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৯

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট-চট্টগ্রামে চলাচলকারী আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে ছিনতাইকারী চক্রের ৫ নারী সদস্যকে আটক করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ শনিবার দুপুরে আদালতের নির্দেশে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠায়।

আটকরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ওসাইল্লা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (২৫), আব্দুল আবিজ মিয়ার স্ত্রী নাছিমা আক্তার (২৪), লিলু মিয়ার স্ত্রী কুমসুম (৩০) এবং একই এলাকার ফজল মিয়ার স্ত্রী রুনা বেগম (২০), এবং হবিগঞ্জের চুনারুঘাট জামাল পুর গ্রামের রহমত আলীর স্ত্রী আঞ্জুমান (২৫)।

আখাউড়া রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, আখাউড়া-আশুগঞ্জ রেল সেকশনের আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের পাঁচ মহিলা সক্রিয় সদস্য জনতার হাতে আটক হয়। বৃহ¯পতিবার সকালে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আশুগঞ্জ স্টেশনে যাত্রাবিরতির পর রোকেয়া বেগম ও আমেনা বেগম নামে দুই মহিলা ট্রেনে উঠার সময় ওই ছিনতাইকারীরা রোকেয়া বেগমের গলার স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যান। পরদিন শুক্রবার সকালে রোকেয়া বেগমের ছেলে সুমন মিয়া আশুগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটর্ফমে গেলে ওই পাঁচ মহিলাকে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস ঢাকাটাইমসকে জানান, ওরা পূর্বাঞ্চল রেলপথের ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনযাত্রীদের কাছ থেকে এ চক্রটি মূল্যবান মালামাল ছিনতাই করে। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। আটকৃতদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :