উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন: আমু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘একদিকে পদ্মা সেতু, অন্যদিকে পায়রা সমুদ্রবন্দর হলে এ দেশ হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় শিল্পাঞ্চল। তাই উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

শনিবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট শহীদ মিনার প্রাঙ্গণে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভার আগে তিনি ট্যাকেরঘাট পরিত্যক্ত চুনাপাথর খনিজ প্রকল্প পরিদর্শন করেন।

আমু বলেন, ‘শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ থাকে না, বিএনপি জোট সরকারের আমলে উত্তরাঞ্চলে প্রায়ই মঙ্গা দেখা দিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উত্তরাঞ্চলে আর মঙ্গা নেই।’

‘মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এজন্যই দেশকে উন্নয়নসহ স্বাবলম্বী করতে বারবার শেখ হাসিনা সরকার দরকার।’

মন্ত্রী বলেন, ‘সরকার বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছে। কেউ খাবে তো কেউ খাবে না, এ নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না।’ এ সময় মন্ত্রী ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পটি পুনরায় চালু করার আশ্বাস দেন।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যাপক আলী মর্তূজা, হাজী আলখাছ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম সুবল, আলমগীর খোকন, দলীয় নেতা জুনাব আলী, যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অনুপম রায়, দলীয় নেতা ইকবাল হোসেন সেলিম, হাজী সাইফুল ইসলাম, মাসুক মিয়া, রায়হান উদ্দিন রিপন, মিলন তালুকদার, খালেক মাস্টার, সামায়ুন কবীর সেলিম হায়দার, ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, তানসেন তালুকদার, ধীমান চন্দ, মবিনুর মিয়া, রুমান আহমেদ তুষা, মনিরাজ ইসলাম প্রমূখ।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজী জালাল উদ্দিন, হাজী মোশরফ হোসেন, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল জলিল তালুকদার, বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল জহুর, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন কান্তি তালুকদার, বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :