খালেদার জামিনে সরকারের করার কিছু নেই: আইনমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, এ ব্যাপারে সরকারের করার কিছু নেই।

শনিবার কুমিল্লার চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের বঙ্গবন্ধু ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে বিচারিক আদালত সাজা দিয়েছে। খালেদা জিয়া সেই সাজার বিরুদ্ধে যে আপিল করেছেন সেটার শুনানি চলছে। তাকে আদালত জামিন দেবে কি না সেটা আদালত বুঝবে। আমি এই ব্যাপারে কোনো কিছু বলার ক্ষমতাও রাখি না।’

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে ভালো চিকিৎসার জন্য অনুরোধ করেছি। বাংলাদেশের শীর্ষ হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভাসিটিতে চিকিৎসা নেয়ার জন্য বলা হয়েছে। এটা সম্পূর্ণ খালেদা জিয়ার ওপর নির্ভর করে তিনি সেখানে চিকিৎসা নেবেন কি না।’

পরে মন্ত্রী কলেজ মাঠে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন।

চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম. হুমায়ন মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু, আওয়ামী লীগ নেতা রৌশন আলী মাস্টার, চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

এর আগে মন্ত্রী চান্দিনায় শতভাগ বিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :