নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে: আমু

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৯

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে। যারা দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, যারা দেশের উন্নয়নে ঈর্ষান্বিত, যারা সেই দিন দেশকে অঙ্কুরে বিনষ্ট করতে বঙ্গবন্ধুকে সপরিপারে হত্যা করেছে, জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তারাই নির্বাচন বানচাল করতে চায়। তারাই শেখ হাসিনাকে হত্যা করতে ২১ বার চেষ্টা করেছে।’

শনিবার বিকালে সুনামগঞ্জের ধর্মপাশা ডিগ্রি কলেজ মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কলেজ সরকারিকরণ হওয়ায় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সংবর্ধনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমু বলেন, ‘শেখ হাসিনার মাধ্যমে বঙ্গবন্ধুর রক্ত কথা বলছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা। তাই তাকে সেই অপশক্তি বারবার হত্যার চেষ্টা করছে। বাংলাদেশের অগ্রগতি ব্যাহত করতে এই অপশক্তি নির্বাচন বানচাল ও শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে।’

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘২০১৪ সালের নির্বাচনকে বানচাল করে একটি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে দেশটাকে আবারও অপশক্তির হাতে তুলে দেয়ার প্রচেষ্টা হয়েছিল। শেখ হাসিনার দৃঢ়তার কারণে আমরা সেই নির্বাচন করতে সক্ষম হয়েছিলাম। আজকেও নির্বাচনকে সামনে রেখে অনেক কথাবার্তা, অনেক ষড়যন্ত্র হচ্ছে।’

আমু বলেন, ‘পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে যে পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশেও সংবিধান মেনে সেই রকমভাবে নির্বাচন হতে যাচ্ছে। এর কোনো বিকল্প নেই।

‘সাংবিধানিক ভিত্তি ছাড়া একটি দেশ চলতে পারে না। আজকে তারা প্রমাণ করতে পারেনি যে, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। ২০১৪ সালের আগে পাঁচটি সিটি নির্বাচনে অংশ নিয়ে সবগুলোতেই জয় পায় বিএনপি। তাহলে কোন মুখে তারা বলে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়?’

মন্ত্রী বলেন, ‘মূল কথা হচ্ছে, নির্বাচনকে বানচাল নয়, দেশের অগ্রগতিকে বানচাল করা। দেশকে আবার ধংসের দিকে নিয়ে যাওয়া। বাংলাদেশের যে সুনাম পাকিস্তান স্বীকার করতে বাধ্য হচ্ছে সেখান থেকে আবারো পিছিয়ে নেয়া।’

আমু বলেন, ‘তাই এদেশের মানুষের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের সময়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আবার নৌকায় ভোট দিতে হবে।’

ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল হেলিম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :