কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২৫

খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরো শক্তিশালী করতে সারা দেশের ন্যায় নবসৃষ্ট কর্ণফুলী উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার ৮ সেপ্টম্বর বিকাল ৪টায় উপজেলার চরপাথরঘাটা ইউপির ইছানগরের মেরিন ফিশারিজ একাডেমি (বিএফডিসি) মাঠে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

এ সময় ভূমি প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অসামান্য ও গৌরবময় অবদান রেখেছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের মতো মাধ্যমিক স্কুলের অনূর্ধ্ব-১৭ বছরের বয়সী কিশোরদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। যা প্রশংসার দাবিদার”।

ভূমি প্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আরো বলেন, “আমরা আজ মেরিন একাডেমির যে মাটিতে দাঁড়িয়ে আছি, তা একটি স্বাধীন দেশের মাটি। স্বাধীনতার ৪৭ বছরে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে”।

“সারা বিশ্ব আজ হতবাক বাংলাদেশ কি করে এত অল্প সময়ে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খাঁনও স্বয়ং অভিভূত। আল্লাহর রহমতে বাংলাদেশকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। এগিয়ে যাবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ”।

প্রতিমন্ত্রী আরো বলেন, “আজকের ফুটবল টুর্নামেন্টে যে ইউনিয়নগুলোর পাঁচটি দল অংশগ্রহণ করেছে, তাদের স্ব স্ব ইউপি চেয়ারম্যানগণ যেনো খেলায় সব সময় উপস্থিত থাকে। যেন কোনো বিশৃঙ্খলা না হয়”।

কর্ণফুলীতে মিনি স্টেডিয়াম হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “আমি অবশ্যই চেষ্টা করবো কর্ণফুলীতে একটি মিনি স্টেডিয়াম তৈরি করতে”।

উপজেলার নির্বাহী অফিসার বিজেন ব্যার্নাজী ও টূর্নামেন্ট কমিটির পৃষ্টপোষক আলহাজ্ব ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কর্ণফুলী থানা যুব লীগের সা. সম্পাদকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আ.লীগের সভাপতি সৈয়দ জামাল আহমেদ, কর্ণফুলী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি, বিএফডিসির ক্যাপ্টেন মাসুদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, উপজেলা যুব লীগের সভাপতি সোলায়মান তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম হক, এছাড়াও উপজেলার পাঁচ ইউনিয়নের স্ব স্ব চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সুধীজন।

খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন করেন বিএফডিসি স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ ও শতাধিক শির্ক্ষাথীরা।

উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে বড়উঠান ইউনিয়ন ফুটবল একাদশ বনাম চরপাথরঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ।

ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/জেজে/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :