মুক্তাগাছায় বহিরাগতদের বিরোধীতায় স্থানীয় আ’লীগ

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৭

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামী লীগ থেকে বহিরাগত প্রার্থীদের মনোনয়ন না দিতে দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রার্থীরা।

‘ময়মনসিংহের মুক্তাগাছায় বহিরাগত নয়, স্থানীয় প্রার্থী চাই’ শ্লোগান নিয়ে একযোগে গণসংযোগে নেমেছেন মুক্তাগাছার আওয়ামী লীগ নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা।

শনিবার রাত পর্যন্ত মুক্তাগাছা উপজেলায় নৌকার পক্ষে গণসংযোগে নেমেছেন বেশকয়েকজন প্রার্থী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চার স্থানীয় প্রার্থী হলেন, মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ্যাডভোকেট বদরউদ্দিন আহমেদ, মুক্তাগাছা উপজেলা আওয়ামী প্রচার সম্পাদক শাতিল তারেক ও আওয়ামী লীগ কৃষিবিদ নজরুল ইসলাম খোকন।

গণসংযোগে নামা এই প্রার্থীরা এই আসনে বহিরাগত ব্যক্তিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দিতে দলের শীর্ষ নেতাদের কাছে দাবি জানান।

(ঢাকাটাইমস/০৯ সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :